Wellcome to National Portal
জরুরী বিজ্ঞপ্তি: এতদ্বারা সকল মৎস্য খামার মালিকগণকে জানানো যাচ্ছে যে, এখন পর্যন্ত যাহারা তাদের খামার নিবন্ধন করেন নাই অতিসত্ত্বর আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ এর তথ্য ও সেবা কেন্দ্র অথবা জেলা মৎস্য দপ্তর এবং উপজেলা মৎস্য দপ্তরের ওয়েব পোর্টাল হতে ফরম সংগ্রহ করে তথ্য পূরণপূর্বক উপজেলা মৎস্য দপ্তরে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে গোমস্তাপুর উপজেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়
গোমস্তাপুর উপজেলায় মৎস্য সংরক্ষনের জন্য অবৈধ জাল ধরার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়


আমাদের অর্জনসমূহ

                                                                                                            

01   মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত অবস্থান।                
02   জলাশায় সমূহ সংস্কার পূর্বক বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষের আওতাভূক্তকরণ।                
03  প্রশিক্ষণ, কারিগরী দক্ষতাবৃদ্ধিকরণ, প্রযুক্তি হস্তান্তর ও আর্থিক সহায়তার মাধ্যমে বেকারত্ব                
দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি ।
04  মৎস্য চাষে পিছিয়ে পড়া জনগোষ্ঠি তথা নারীদের সম্পৃক্তকরণ ।                
05  মৎস্য, মৎস্য খাদ্য ও মৎস্য জাত দ্রব্যাদিতে ভেজাল ও দূষন দূরীকরণে সফলভাবে আইন                
বাস্তবায়ন ।
06  উপজেলার প্রাকৃতিক জলাশয় সমূহে বিলনার্সারী স্থাপন ও পোনা মাছ অবমুক্তকরণের                
মাধ্যমে প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধিকরণ ।
07   মৎস্যচাষ ব্যবস্থাপনায় যান্ত্রিকীকরণ।                
08   সর্বমোট ২৭০৫ জন জেলেকে নিবন্ধন প্রদান করা হয়েছে  ।                
09  ২০২৪-২৫ অর্থ বছরে ডিসেম্বনক পর্যন্ত সর্বমোট 163 জন চাষীকে পরামর্শ প্রদান করা হয়েছে  ।                
10
২০২৪-২৫ অর্থ বছরে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ০.৩৪ মে. টন পোনা অবমুক্ত করা হয়েছে।


বর্তমানে গোমস্তাপুর উপজেলায় মাছের ‍উৎপাদন চাহিদার তুলনায় বেশি আছে, মৎস্য উৎপাদন খাত অত্র উপজেলায় একটি শিল্প হিসেবে অগ্রসর হচ্ছে। 

বর্তমানে অত্র উপজেলায়-

১। বাৎসরিক মাছের উৎপাদন ৪৮০২ মে. টন

২। বাৎসরিক মাছের চাহিদা ৪০০১ মে. টন