Wellcome to National Portal
জরুরী বিজ্ঞপ্তি: এতদ্বারা সকল মৎস্য খামার মালিকগণকে জানানো যাচ্ছে যে, এখন পর্যন্ত যাহারা তাদের খামার নিবন্ধন করেন নাই অতিসত্ত্বর আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ এর তথ্য ও সেবা কেন্দ্র অথবা জেলা মৎস্য দপ্তর এবং উপজেলা মৎস্য দপ্তরের ওয়েব পোর্টাল হতে ফরম সংগ্রহ করে তথ্য পূরণপূর্বক উপজেলা মৎস্য দপ্তরে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
Main Comtent Skiped
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে গোমস্তাপুর উপজেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়
গোমস্তাপুর উপজেলায় মৎস্য সংরক্ষনের জন্য অবৈধ জাল ধরার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়


সিটিজেন চার্টার

ক. মৎস্য ও চিংড়ি চাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি ভিত্তিক মাছ ও চিংড়ি চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।
খ. মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজ ভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন।
গ. মৎস্য ও চিংড়ি চাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কারিগরি উপযোগিতা যাচাই ও প্রকল্প প্রস্তাব প্রণয়নে সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা ও মৎস্য চাষীকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।
ঘ. উন্নত জাতের পোনাসহ মাছ ও চিংড়ি চাষের বিভিন্ন উৎপাদন উপকরন সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা প্রদান।
ঙ. উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরন।
চ. মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন।
ছ. মৎস্য মান নিয়ন্ত্রন ব্যবস্থা কার্যকর করার লক্ষেমাছ ও চিংড়ি চাষে অননুমোদিত দ্রব্যের ব্যবহার বন্ধে চাষীদের উদ্ধুদ্ধকরন এবং সংক্রমনের উৎস সনাক্তকরন ও হ্যাসাপ(HACCP)কার্যক্রম বাস্তবায়ন।
জ. আহরন উত্তর মাছ ও চিংড়ি অবতরন কেন্দ্র/ডিপো পরিদর্শণ এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় উদ্ধুদ্ধকরন।
ঝ. জনগনকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে উদ্ধুদ্ধকরার নিমিত্তে নতুন প্রযুক্তি হাতে-কলমে প্রদর্শনের লক্ষ্যে উপজেলা পরিষদের তহবিলের সাহায্যে প্রদর্শনী মৎস্য খামার স্থাপন।
ঞ. মৎস্য ও চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারণ সামগ্রী মৎস্য চাষী/মৎস্যজীবিদের মধ্যে বিতরন।
সেবা প্রদানকারী কর্মচারীদের পদবী
১। সহকারী মৎস্য কর্মকর্তা
২। ক্ষেত্র সহকারী
যথাসময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেন
 উপজেলা মৎস্য কর্মকর্তা,গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ । ফোন -০৭৮২৩-৭৪১১২

চুড়ান্তভাবে নিষ্পত্তি না হলে বা সময় মত সহায়তা পাওয়া না গেলে যার কাছে অভিযোগ করবেন
জেলা মৎস্য কর্মকর্তা,  চাঁপাইনবাবগঞ্জ।। ফোন -০৭৮১/৫২৪৮২